বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানার মইজ্জারটেক মোড় পুলিশ বক্সের পাশে সিএনজি অটোরিকশা থেকে এই বিষয়ে মাইকিং করতে দেখা যায়।বুধবার বিকেলে থেকে পুরো থানায় পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া—বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া দেওয়া যাবে না। এনআইডি জমা ছাড়া বাসা ভাড়া দেওয়া হলে পরবর্তী যেকোনো অপরাধে বাড়ির মালিককেও দায় নিতে হবে। মাইকিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসে। মাইকিংয়ে বলতে শোনা যায়, বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ...