ইউরোপের শ্রেষ্টত্ব ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্ত হলো পিএসজির। আতালান্তার ওপর প্রায় পুরোটা সময় আধিপত্য করে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ল লুইস এনরিকের দল। ঘরের মাঠে বুধবার রাতে ৪-০ গোলে জিতেছে গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি। মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই...