(নরেন্দ্রনাথ মিত্র / জন্ম : ৩০ জানুয়ারি ১৯১৬; মৃত্যু: ১৪ সেপ্টেম্বর ১৯৭৫) আধুনিক বাংলা ছোটগল্পের বিস্ময়কর প্রতিভা নরেন্দ্রনাথ মিত্র। রবীন্দ্রোত্তর এ কথাকার ছোটগল্প রচনায় আপন কৃতিত্বে ভাস্বর। ১৯৪৭ সালের দেশভাগ পরবর্তী সময়ে মানুষের সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক জীবনের স্বপ্ন, হতাশা, ব্যর্থতা ও ভালোবাসা তাঁর গল্পের কেন্দ্রবিন্দু। ১৯৪৭ সালে একত্রিশ বছরের নরেন্দ্রনাথ দেশভাগে শিকার হতাশাগ্রস্ত মানুষের টানাপোড়েন ও মানসিক যন্ত্রণা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। দেশভাগ-উত্তর বিপর্যস্ত অর্থনীতি, মন্বন্তর ও দাঙ্গা কবলিত মানুষের বাঁচার আকুতি তাঁর গল্পের মূল প্রতিপাদ্য। এবং এই ছিন্নমূল বিবর্ণ, হতশ্রী মানুষই তাঁর গল্প-উপন্যাসের শিল্পিত ক্যানভাস। ফলে ঘরহারা মানুষের প্রেম-প্রীতি ও মনস্তাত্ত্বিক জটিলতা তাঁর গল্পে পিনবদ্ধ হয়েছে সযতেœ। আধুনিক ছোটগল্পের অন্যতম প্রান্ত মানুষের রহস্যময় চিত্তবৃত্তির অন্বয়। যেখানে বাইরের ঘটনার সঙ্গে মনের গোপন-গহন দিক অন্যতম অনুষঙ্গ। সিগমন্ড ফ্রয়েডের দর্শনের প্রভাবে আধুনিক...