শেষ হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচন। দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বড় ব্যবধানে বিজয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। নির্বাচনের ফলাফলে জাতীয়তাবাদী ছাত্রদল, বাগছাস ও বামপন্থি কোনো দলের ‘শক্ত’ অবস্থান দেখা যায়নি। নির্বাচন নিয়ে সংগঠনগুলোর অভিযোগ ছিল নির্বাচনে অসংগতি, ভোটে কারচুপি, সাজানো ফলাফল, নির্বাচন কমিশনের পক্ষপাতসহ বেশ কয়েকটি বিষয়ে। একপর্যায়ে জাকসু নির্বাচন বয়কট করে ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। এখন রাকসু নির্বাচনেও একই ধরনের বিতর্ক ও বয়কটের ঘটনা ঘটবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, তারা দলীয় পরিচয়ের বাইরে চিন্তা করে যোগ্য প্রার্থীদের ছাত্র সংসদে স্থান দেবেন। তবে এজন্য তারা ভোটের সুষ্ঠু পরিবেশ চান। অন্যদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের কেউ কেউ বলছেন, ডাকসু ও জাকসুতে একটি দলের একক আধিপত্য দেখা গেছে এবং নানা অভিযোগ উঠেছে। তবে রাবির পরিবেশ ভিন্ন। সংবাদমাধ্যম...