জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২২ সেপ্টেম্বর বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন এবং ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেগুনবাগিচা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সফরসূচি এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এবারের অধিবেশনের প্রতিপাদ্য হলো ‘ইউনাইটেড টুগেদার: ৮০ ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’। এতে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার সমান গুরুত্ব পাবে। রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের সম্মেলন : এ বছর বাংলাদেশের জন্য এই অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করে। প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। ৩০ সেপ্টেম্বর ‘হাই-লেভেল...