জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে ব্যবহার করে পরিকল্পিতভাবে সরকারি চাকরিতে কোটাপ্রথা পুনর্বহাল করেছিল। তিনি জানান, গত বছর ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে সম্বোধন করেন। তার ওই বক্তব্যে সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত বোধ করে এবং সেটি আন্দোলনকারীদের ওপর পুলিশের আক্রমণকে বৈধতা দেয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারকের ট্রাইব্যুনালে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এ মামলায় তিনি ৪৭তম সাক্ষী। গতকাল বেলা ২টা ৫৪ মিনিটে নাহিদ জবানবন্দি শুরু করেন, যা বিকেল ৪টা...