চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটার তালিকা থেকে ‘টাউন অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ ক্যাটাগরির সদস্যদের ভোটাধিকার বাতিল করা না হলে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে দুটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। ‘চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজ’ ও ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে ব্যবসায়ীদের দুটি সংগঠনের নেতারা গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। আগামী ১ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে চেম্বারে অতীতের ভূঁয়া ভোট, নামসর্বস্ব, বিতর্কিত ও বৈষম্যমূলক ‘টাউন অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ ক্যাটাগরি বাতিল করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু অতীতে চেম্বারকে ব্যক্তিগত ও পারিবারিক সংগঠন হিসেবে ব্যবহারকারীদের সঙ্গে যোগসাজশে ওই দুই ক্যাটাগরি পুনর্বহাল করে একটি চক্র আবারও দেশের অন্যতম প্রাচীন...