স্বাস্থ্যখাতের বিতর্কিত দুর্নীতিবাজ ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর দেশত্যাগে ২০২৩ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে এই নিষেধাজ্ঞা তার বারবার বিদেশ ভ্রমণ ঠেকাতে পারেনি। দুর্নীতির অর্থ বিনিয়োগে নেওয়া মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় মাস আগে মিঠু দেশে ফেরেন। আর গত ১০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে কারাগারে থাকা মিঠুর ১০ দিন রিমান্ডের বিষয়ে আজ আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের অনুমতি নিয়ে ২০২৩ সালের ১৯ অক্টোবর মোতাজ্জেরুল ইসলাম মিঠুর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চিঠিতে মিঠুর বাংলাদেশি পাসপোর্ট নম্বরও (ইই০৯৭৪৯৮২, এএ০৭৬৫০৫৭, বিএইচ০৮০৯৮৩৪, ইই০৮১১০০৫) যুক্ত করা হয়। এরপরই ইমিগ্রেশন পুলিশ ফরট্র্যাক সফটওয়্যারে তার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করে দেয়।...