এ বছরের দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ধরনের কোনো হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালো হবে, উৎসবমুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান। এটার কিন্তু পবিত্রতাও বজায় রাখতে হবে। আপনারা কিন্তু স্যান্ডেল নিয়ে এটার ওপর উঠবেন না। এতে কিন্তু এটার পবিত্রতা নষ্ট হয়। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেহেতু সবাই রীতিনীতি মেনে আপনারা যার যার কাজ করবেন। আমি আশা করব পূজা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসবমুখর হবে।’ গতবারের তুলনায় এবার পূজামন্ডপের সংখ্যাও বাড়ানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরে ২...