জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ অভিন্ন কয়েকটি দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি। অভিন্ন দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করা। সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ করা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এই...