ভোলার চরফ্যাশনের নদীঘেরা ২০টি দুর্গম চরে প্রায় অর্ধলক্ষ মানুষের বসতি। অন্ন ও বস্ত্রের ক্ষীণ চাহিদা কোনোভাবে পূরণ হলেও শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিশুদ্ধ পানির মতো সেবাগুলো থেকে এখনো তারা বঞ্চিত। একদিকে ঝড়-জলোচ্ছ্বাস, অন্যদিকে ভূমিদস্যু, জলদস্যু আর ঠগ-বাটপারের কবলে পড়ে প্রতিনিয়তই এরা সর্বস্বান্ত হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে নালিশ-বিচার দিয়েও চরের মানুষ অধিকারবঞ্চিতই থেকে যাচ্ছে। চরফ্যাশনের চরবাসী আজও রাষ্ট্রের মূল স্রোতধারার বাইরে পড়ে আছে। ডিজিটাল বাংলাদেশের আলো চরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছেনি। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট বিপদ : প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন এই চরবাসীরা। ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন, জোয়ার সব সময়ের আতঙ্ক। ভূমিদস্যু, জলদস্যু আর প্রতারকদের দৌরাত্ম্য চরবাসীর জীবনে নতুন দুর্ভোগ যোগ করেছে। চরগুলোর অনেকাংশে নেই কোনো বাঁধ, নেই সাইক্লোন শেল্টার।...