সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জড়িয়েছেন বিএনপি নেতারা। তবে লুটপাটে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে দলটি।গতকাল বুধবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবরকে শোকজ করেছে জেলা বিএনপি।গতকাল বুধবার তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। সাদাপাথর লুট নিয়ে সমালোচনার মধ্যে তার পদ স্থগিত করে বিএনপি। পরে সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি তার মুক্তি দাবি করে বিবৃতি দেয় উপজেলা বিএনপি।সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল...