বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐকমত্য করার কে? ঐকমত্য হতে হবে, দেশের মানুষ যে যেখানে রায় দেবে, দেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, তাই হবে আগামীদিনের বাংলাদেশ। আমাদের রাজনৈতিক দলগুলোকে তো দেশের মানুষ ম্যান্ডেট দেয়নি যে, আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। বুধবার বনানীতে হোটেল সেরিনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথার বলেন।আমির খসরু বলেন, আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র উত্তরটা হচ্ছে- নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে থেকে আপনার ম্যান্ডেট আনার জন্য। যেখানে ঐকমত্য হয়নি, ঐকমত্য সব বিষয়ে হওয়ার কারণ নাই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা এবং ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। সেখানে যে জায়গাতে আমরা ঐকমত্য হয়েছি, ভালো কথা। যে জায়গাতে হয়নি,...