চার কারণে টিকিটের দাম লাগামহীন * বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ আকাশচুম্বী ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী একমাত্র কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখানে একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ হিসাবে দিতে হয় ৩ লাখ ৫ হাজার ৯৫০ টাকা। বিদেশি এয়ারলাইনসের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল। কয়েকগুণ বেশি খরচ করেও বিমানের কাছ থেকে চুক্তি মোতাবেক সব ধরনের সার্ভিস না পাওয়ার অভিযোগ বেশ পুরোনো। ফলে যাত্রীসেবা নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোকে বাড়তি খরচের গচ্চা দিতেই হচ্ছে। এদিকে একই উড়োজাহাজের এ ধরনের সেবার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে লাগে মাত্র ৮০০ ডলার (প্রতি ডলার ১২১.৬৮ টাকা হিসাবে ৯৭ হাজার ৫৪৫ টাকা)। পার্শ্ববর্তী কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস এ৩২০ মডেলের একটি উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ৬৩১ ডলার বা ৭৬ হাজার ৭৮০ টাকা। আর ঢাকার হযরত...