জুলাই-অগাস্টের আন্দোলনে নারীরা সামনের সারিতে থাকলেও বদলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে তাদের এগিয়ে আসার বাধা কী দূর হয়েছে? জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের যে চূড়ান্ত খসড়া তৈরি করেছে, তাতে যে বাধা দূর হয়েছে, সেটি বলা যায় না। বরং রাজনৈতিক দলগুলো যে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে, সেখানে আগামী জাতীয় সংসদের পাঁচ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা বলা হলেও ইসলামপন্থি দলগুলোর ‘অনীহা’ স্পষ্ট। সংসদের ৩০০ আসনের সরাসরি নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে এক তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করার সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন। প্রায় একই দাবি ছিল নারী অধিকারকর্মীদেরও। ঐকমত্যের সংলাপে সে দাবি পূরণ না হওয়ায়, এমনকি পাঁচ শতাংশ আসনেও সরাসরি নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ইসলামপন্থি কোনো কোনো দলের ভিন্নমত হতাশ করেছে নারী অধিকারকর্মীদের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের...