শুরুর ব্যর্থতা কাটিয়ে দায়িত্ব নিলেন ফখর জামান। শেষদিকে ব্যাটহাতে ঝড় তুললেন শাহিন শাহ আফ্রিদি। এতে স্কোরবোর্ডে দেড়শ ছুঁইছুঁই লড়াকু পুঁজি দাঁড় করায় পাকিস্তান। এই রান তাড়াও অবশ্য কঠিনই হওয়ার কথা ছিল আরব আমিরাতের জন্য। হয়েছেও সেটাই। বোলিংয়ে বাজিমাত করেছেন আফ্রিদি-আবরার-সাইমরা। এতে আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করিয়েছিল পাাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে পারে আরব আমিরাত। পাকিস্তান জয় পায় ৪১ রানের বড় ব্যবধানে। রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি আরব আমিরাতের। প্রথম পাঁচ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছাড়িয়েছে। কিন্তু কেউ ইনিংস বড় করতে পারেননি। দুই ওপেনার আলিশান শারাফু ৮...