মেজর লিগ সকারে লিগস কাপ চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল, একটি অ্যাসিস্ট, আরও একাধিক দৃষ্টিনন্দন আক্রমণ দিয়ে অবদান রাখলেন মেসি। তাতে লিগস কাপে হারের ক্ষতে সামান্য প্রলেপ লাগানো হলো মায়ামির। চেজ স্টেডিয়ামে মেসি করেন দ্বিতীয় গোলটি। প্রথমার্ধের ৪০ মিনিটে জর্ডি আলবার নিখুঁত পাস ধরে নাম্বার নাইনের ভূমিকায় গোলরক্ষকের আগে পৌঁছে যান তিনি। এটা ছিল মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল। ৩৮ বছর ৮৪ দিন বয়সে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এই মাইলফলক ছুঁলেন মেসি। এই মাইলফলকে পৌঁছাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছিল ৩৯ বছর...