১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় বাসায় স্ত্রী সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন চা দোকানি রিপন সরদার (৩৫)। এ সময় ঘরে ঢুকে রিপন ও স্ত্রীকে কুপিয়ে আহত করে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা। গত মঙ্গলবারের এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপন মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন ওরফে ভাইগ্না ইমন ওরফে দাঁতভাঙা ইমনকে তাঁর দুই সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন রিপন। মঙ্গলবার সকাল ৬টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার একটি টিনশেড বাসায় হামলার শিকার হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন রিপনের স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে মো....