১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ডেল্টা লাইফ সাইন্সেস পিএলসির মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) মোট ৩০ একর জমি বরাদ্দের জন্য জমি লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ডেল্টা লাইফ সাইন্সকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে এবং ওষুধ খাতে এই বিনিয়োগের ফলে পণ্য উৎপাদনে বৈচিত্র্য সৃষ্টি হবে। ডেল্টা লাইফ সাইন্সেস এখানে বিনিয়োগের মাধ্যমে দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক মানের প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা খাতে দেশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডেল্টা লাইফ সাইন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক...