১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে। হজ ব্যবস্থাপনায় এই দু’দেশ যে পরিবর্তন এনেছে, তা যেকোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন। জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। গত মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআইআরএফ) এর সহযোগিতায় বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনারের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, ইন্দো-মালয়েশিয়া...