চলমান এশিয়া কাপে ব্যাট হাতে যেন দুঃস্বপ্ন কাটছে না পাকিস্তান ওপেনার সাইম আইয়ুবের। ওমান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে প্রথম বলেই ফেরার পর বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও শূন্য হাতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের এই ওপেনার। তৃতীয় টানা ডাক দিয়ে তিনি গড়লেন এক অপ্রিয় রেকর্ড।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম বলেই আউট হন সাইম। জুনায়েদ সিদ্দিকের শর্ট–ওয়াইড ডেলিভারি কভার ড্রাইভ করতে গিয়ে উড়াতে পারেননি, সরাসরি চলে যায় ডিপ থার্ডে দাঁড়ানো মোহাম্মদ রোহিদের হাতে।এ নিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সাইমের মোট ডাক হলো আটটি। সমান সংখ্যক ডাক রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নামেও। সর্বাধিক ডাকের তালিকায় দু’জন এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে, তাদের ওপরে আছেন উমর আকমল (১০ ডাক, ৮৪ ম্যাচে)।পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সর্বাধিক ডাকশাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানেরউমর আকমল – ১০...