বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।স্থানীয়রা জানায়, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেন। শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় সাত লাখ টাকা। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন। তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া...