রাজধানীর অভিজাত এলাকা বনানীর দুই সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দসহ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আল গ্রীসিনো ও হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সিসা সেবনের মাধ্যমে তরুণদের মধ্যে নেশা ছড়িয়ে পড়ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর ১২ নম্বর সড়কে অবস্থিত ‘আল গ্রীসিনো’ এবং পরে রাত ৯টায় ১৭ নম্বর সড়কের ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। সিসা সেবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে উল্লেখ করে অভিযান শেষে ডিএনসি’র ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম জানান, অভিযানে দুটি সিসা বার থেকে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক...