'হ্যান্ডশেকে' ইস্যুতে ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা চাওয়ার পর খেলতে নেমে আরব আমিরাতকে হারিয়েছে পাকিস্তান। ভারতের গ্রুপ থেকে উঠে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। এবং আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবে তারা। বয়কটের গুন্জনের মধ্যে পাকিস্তান দল দেরিতে সিদ্ধান্ত আমিরাতের সাথে দুবাইয়ে ম্যাচটি খেলার। একঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১৪৬ রানই করতে পারে তারা। তবে দারুণ বোলিংয়ে আমিরাতকে ১০৫ রানে আটকে দিয়ে ৪১ রানে জিতে নেয় ম্যাচ। শাহিন আফ্রিদি ১৪ বলে ২৯ রানের ক্যামিওতে একটা সম্মানজনক স্কোর এনেদিয়েছিলেন পাকিস্তানকে। পরে ১৬ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ’এ' গ্রুপে তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট হয়েছে পাকিস্তানের। ২ ম্যাচে ৪ পয়েন্ট...