প্রতাপশালী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে মার্শেইর আর্জেন্টাইন অধিনায়ক লিওনার্দো বালেরদো এমবাপ্পের প্রশংসা করলেও স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসিকে এগিয়ে রেখেছিলেন। বলেছিলেন, ‘যতদিন না অবসর নিচ্ছেন, তার আগ পর্যন্ত মেসিই বিশ্বের সেরা।’ পিএসজিতে একটা সময় একসঙ্গে খেলা মেসির সঙ্গে এই তুলনাটা হয়তো ভালোই উপভোগ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেরার দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি বেছে নেন অলিম্পিক মার্শেইকেই। জোড়া গোল করে এবারের চ্যাম্পিয়নস লিগ পর্বটা জয় দিয়েই রিয়াল মাদ্রিদকে শুরু করান এমবাপ্পে। পেনাল্টি থেকেই গোল দুটি করেন তিনি। আরেক ম্যাচে দ্বিতীয়ার্ধেই আট গোলের ম্যাচে ৪-৪ ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্তাস। জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে আট গোলের রোমাঞ্চ : যোগ করা ৬ মিনিট সময়ের শেষ মুহূর্তের খেলা চলছে। ডর্টমুন্ডের চেয়ে তখনো এক গোলে পিছিয়ে জুভেন্তাস।...