শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নিজেদের হাতে যা যা করার ছিল তা করে ফেলেছে বাংলাদেশ। তানজিদ তামিমের ছোট্ট ঝড়ো ইনিংস, নাসুম-রিশাদদের স্পিন আর মোস্তাফিজ-তাসকিনের পেসে ভর করে আফগানিস্তানকে মঙ্গলবার রাতে ৮ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন বাকিটুকু নির্ভর করছে আজকের লঙ্কা-আফগান ম্যাচের ওপর। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেই কেবল সুপার ফোর পর্বে যেতে পারবে বাংলাদেশ। ম্যাচসেরা নাসুম আহমেদও তাই সবকিছু ছেড়ে দিলেন নিয়তির হাতে। দুবাইয়ের উদ্দেশে যাত্রার আগে টিম হোটেলের বাইরে এসে গণমাধ্যমের কাছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়ে নাসুমের মন্তব্য, ‘যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারও জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করছি না। যেটা লেখা আছে কপালে ওটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হওয়ার তাই হবে।’ মঙ্গলবার রাতে প্রথমবারের মতো...