হঠাৎ করে অনেক মানুষের চোখের লালচে ভাব, পানি পড়া ও অস্বস্তির সমস্যায় পড়েন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি মূলত অ্যাডেনোভাইরাস সংক্রমণের কারণে হওয়া অ্যাকিউট অ্যাডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিস, যা সাধারণত ‘ভাইরাল চোখ ওঠা’ নামে পরিচিত। এটি শিশু থেকে শুরু করে বড় সবাইকে আক্রান্ত করতে পারে এবং খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। অ্যাডেনোভাইরাস নামক ভাইরাস এই রোগের মূল কারণ। সংক্রমিত ব্যক্তির চোখের পানি, হাত, তোয়ালে বা ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলে অন্যের চোখে এটি প্রবেশ করে। গরম ও আর্দ্র আবহাওয়ায় ভাইরাসটি দ্রুত ছড়ায়। চোখ লাল হয়ে যাওয়া, প্রচুর পানি পড়া বা হালকা আঠালো স্রাব, চোখে জ্বালা ও বালির মতো অনুভূতি, পাপড়ি ফোলা ও চোখে ব্যথা, কানে বা ঘাড়ের পাশে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, কিছু রোগীর ক্ষেত্রে কর্নিয়ায় দাগ (কেরাটাইটিস) হতে পারে, এতে দৃষ্টিশক্তি ঝাপসা...