একটাই ম্যাচ। তাতেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। গত মৌসুম থেকে ঘরোয়া ফুটবলে যুক্ত হয়েছে চ্যালেঞ্জ কাপ। গত বছর জুলাই-আগস্ট শহীদদের স্মরণে এই ম্যাচ দিয়ে এবারও শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগজয়ী মোহামেডান খেলবে ফেডারেশন কাপজয়ী বসুন্ধরা কিংসের। গতবারও এই দুই দল মুখোমুখি হয়েছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সেবার শিরোপা জিতেছিল বসুন্ধরা। এবারের লড়াইটা হবে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এ উপলক্ষে বুধবার বাফুফে ভবনে দুদলের কোচ-খেলোয়াড়রা জানিয়েছেন শিরোপা লক্ষ্যের কথা। এই ম্যাচের মধ্য দিয়ে বোঝা যাবে প্রাক-মৌসুম প্রস্তুতিতে কারা এগিয়ে। আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় মোহামেডানের বেশ কিছুদিন আগে প্রাক-মৌসুম শুরু করেছিল বসুন্ধরা। তারা এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ড উতরে নাম লিখিয়েছে গ্রুপ পর্বে। দোয়ায় গিয়ে তারা হারিয়েছে সিরিয়ান জায়ান্ট আল-কারামাহ এফসিকে। সফল অভিযান শেষে দেশে ফেরার পর দলটির বেশিরভাগ ফুটবলারকে...