আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণসহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। তাই সুস্থ থাকতে কিডনির স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। তাই একটি বিকল হলেও অন্যটি দিয়ে কাজ চলতে পারে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যায় চিকিৎসায় দেরি হয়ে যায়। কিডনি যদি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীর নানা সংকেত দিতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণগুলো চোখে দেখা দিতে পারে। যা উপেক্ষা না করে সময়মতো সতর্ক হওয়া সবচেয়ে জরুরি।কিডনিতে সমস্যা হলে চোখে সংকেত দেয় কেন চিকিৎসকরা জানান, কিডনি সঠিকভাবে কাজ না করলে দেহে টক্সিন জমে যায়, পানি ও খনিজের ভারসাম্য...