১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এএম আগেই জানা গিয়েছিল অক্টোবরের ৩-৫ তারিখের মধ্যেই হবে বহুল আরাধ্য বাংরাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এবার আরো নির্দিষ্ট করে জানা গেলো তারিখ, ভোট হবে ৪ অক্টোবর। গতকাল তফসিল ঘোষনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার। গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। এক বিজ্ঞপ্তিতে তফসিলের বিস্তারিত জানিয়েছে এই কমিশন। তাতে উঠে এসেছে নির্বাচনের গোটা রোডম্যাপ। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ-জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।এদিকে, বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে বর্তমানে বোর্ডের ১৭১...