খেলাধুলা ডেস্কঃবাংলাদেশ কি এশিয়া কাপের সুপার ফোরে খেলবে? তাদের ভাগ্য এখন শ্রীলঙ্কার হাতে। আবুধাবিতে কাল লঙ্কানরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই সোজা শেষ চারে । উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা হেরে গেলে আসবে নেট রান রেটের হিসাব–নিকাশ। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সমর্থকদের সমর্থনের পুরোটাই শ্রীলঙ্কার পাওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিশিয়াল পেজেও তাঁরা গিয়ে জানিয়ে আসছেন তা। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসুম যদিও এসব নিয়ে ভাবতে চান না। আজ দুপুরে আবুধাবির টিম হোটেলে বাংলাদেশের সাংবাদিকদের নাসুম বলেছেন, ‘যে ভালো খেলবে, সে–ই জিতবে। এগুলো নিয়ে টেনশন করছি না। যেটা কপালে আছে, ওটাই হবে।’ এরপর নাসুমকে মনে করিয়ে দেওয়া হয়, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশের জন্য ভালো। তারা হারলে বাংলাদেশের সুপার ফোরে খেলা কঠিন হবে। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০...