১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম রাউন্ডের ফিরতি ম্যাচে চট্টগ্রাম জেলা দল পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক নোয়াখালীর সাথে চট্টগ্রাম জেলা (১-১) গোলে ড্র করে পরের রাউন্ডে নাম লেখায়।গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে হোম ম্যাচে নোয়াখালীকে (১-০) গোলে হারিয়েছিল চট্টগ্রাম। তাই গতকালের ম্যাচটি উভয় দলের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জন্য ছিল ন্যূনতম ড্র এবং নোয়াখালীকে জিততে হবে (২-০) গোলে। এ সমীকরণে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলেছে। খেলা শুরুর দুই মিনিটেই নোয়াখালী দলের রাকিব গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। এক গোলে পিছিয়ে পড়ে চট্টগ্রাম গোলের জন্য মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালায়। অপরদিকে...