১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দীর্ঘ দিন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের প্রধান কোচ ছিলেন ইরানের আলিপোর আরজি। কিন্তু কিছুদিন আগে তার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বাংলাদেশ ভলিবলের। এবার আলিপোর জায়গায় নতুন স্বপ্ন নিয়ে আসছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি। আজ গভীর রাতে ঢাকায় এসে পৌঁছবেন তিনি। গতকাল তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ‘আমরা নতুন স্বপ্ন নিয়ে জাপানি কোচ মাসাজেদিকে আনছি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি বাংলাদেশে আসছেন।’সামনেই নারী ও পুরুষদের দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। ২২ অক্টোবর ঢাকায় শুরু হবে পুরুষদের সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা)। যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তানসহ ৯টি দেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাত দিনব্যাপী এই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করবেন...