১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ২০২৪ সালের মতই এক ম্যাচের বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলে এবারের নতুন মৌসুম। চ্যালেঞ্জ কাপে এবারও খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমের শিরোপা জয়ী ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দু’দলই ট্রফি জিততে মরিয়া। গতকাল বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান মোহামেডান ও বসুন্ধরা কিংসের অধিনায়ক। কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও আমাদের লক্ষ্য ট্রফি জেতা। সবচেয়ে বড় কথা দলে কোনো চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছেন, আমরা...