১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কিলিয়ান এমবাপ্পের জোড়া পেনাল্টিতে দশজনের দল নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মিশন শুরু করলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যাম শুভসুচনা করলেও তুরিনে শ্বাসরূদ্ধকর ম্যাচে জুভেন্টাসের সাথে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। তাতে ফুটবল রোমান্টিকদের জন্য আরাধ্য এক রাতই কেটেছে গতপরশু। সান্তিয়াগো বার্নাব্যুতে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। টিমোথি ওয়েহার গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে। প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকা মার্শেই ২২ মিনিটেই গোল আদায় করে নেয়। ডি বক্সের ম্যাসন গ্রিনউডের পাস ধরে জোরাল শটে রিয়ালকে হতভম্ব করে দেন টিম ওয়েহা। পিছিয়ে পড়ার ছয় মিনিটের মধ্যে সফল স্পট কিকে সমতা টানেন এমবাপ্পে। ডি বক্সে রদ্রিগো ফাউলের...