খেলাধুলা ডেস্কঃক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের যাত্রা এ বছর শেষ। বাংলাদেশ সময় আজ সকালে এলিমিনেটরে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেট হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তাঁর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। দুই মৌসুম বিরতি দিয়ে সিপিএলে ফিরেছিলেন সাকিব। এর আগে বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা বাংলাদেশি অলরাউন্ডার প্রথমবার অ্যান্টিগার জার্সিতে কেমন করলেন? সাকিব অ্যান্টিগার হয়ে সব কটি ম্যাচেই খেলেছেন। লিগ পর্বে ১০টির পর আজ এলিমিনেটরেও একাদশে ছিলেন সাকিব। সব মিলিয়ে ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট হাতে ২০ গড়ে ১৮০ রান করেছেন এই বাঁহাতি, ফিফটি একটি। বল হাতে ৮.৩০ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট। তবে পুরো টুর্নামেন্টে সাকিবকে দিয়ে এবার মাত্র ২৩ ওভার বল করানো হয়েছে। বোলিং কোটা পূরণ করেছেন মাত্র দুটি ম্যাচে।...