রাশিয়ার সরকারবিরোধী প্রয়াত নেতা আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া দাবি করেছেন, তার স্বামীর দেহ থেকে সংগ্রহ করা নমুনা দুটি বিদেশি ল্যাবরেটরি পরীক্ষা করে দেখেছে এবং তাতে বিষ প্রয়োগের প্রমাণ মিলেছে। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলে অবস্থিত রাশিয়ার এক কারাগারে আচমকা মৃত্যু হয় ৪৭ বছর বয়সী নাভালনির। নাভালনায়া বারবারই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এলেও ক্রেমলিন তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাভালনির মৃত্যুর আগে বন্দি বিনিময় চুক্তির আওতায় নাভালনিকে পশ্চিমা কোনো দেশে পাঠানোর পরিকল্পনা হচ্ছিল। বুধবার এক্সে এক ভিডিও পোস্টে নাভালনায়া বলেন, ২০২৪ সালে নাভালনির শরীর থেকে সংগৃহীত কিছু নমুনা গোপনে রাশিয়ার বাইরে পাঠানো হয় এবং দুটি ল্যাবরেটরিতে তা পরীক্ষা কর দেখে। “দুই দেশের এ ল্যাবগুলো একই সিদ্ধান্তে পৌঁছেছে—আলেক্সিকে হত্যা করা হয়েছিল,...