এশিয়া কাপে বি-গ্রুপ থেকে এখনো সুপার ফোর নিশ্চিত করতে পারেনি কোনো দল। সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তবে এদের মধ্যে সুপার ফোরে উঠবে কেবল দুইটি দল। বি-গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচ দিয়ে এই দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে। বি-গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। তাদের নেট রানরেট +১.৫৪৬। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেট -০.২৭০। আর দুই ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আফগানিস্তান। তাদের নেট রানরেট +২.১৫০। বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে অনেক এগিয়ে আফগানিস্তান। তাই শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে উঠতে পারবে তারা। তাতে বাদ পড়বে বাংলাদেশ। তবে আফগানিস্তান হেরে গেলেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। তখন...