১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী (৫২) গতকাল বুধবার ভোরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুক ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত ডিআইজি মো. জালাল উদ্দিনের লাশের জানাজা গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি বাহারুল আলমসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমকে অফিসিয়াল...