চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাগছাসনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। কারণ উল্লেখ করে তালাত মাহমুদ রাফি তার পোস্টে বলেন, ‘আমি রাজনীতিতে নতুন, বিগত সময়ে কখনও রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।’ তালাত মাহমুদ রাফি আরও বলেন, ‘ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেক সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের প্রতি আমার সহযোগিতা থাকবে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না!...