নড়াইল জেলার সদর উপজেলার রুখালী গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে আয়োজিত ষাঁড়ের লড়াইয়ে প্রাণ গেল রমেন মোল্লা (৩৫) নামের এক যুবকের। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গুরুতর আহত হন তিনি। পরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রমেন। নিহত রমেন মোল্লা কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। রমেনের মামাতো ভাই আনিস শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লড়াই শুরুর কিছুক্ষণের মধ্যেই একটি ষাঁড় হঠাৎ করে লড়াইয়ের মাঠ থেকে বেরিয়ে দৌড় দেয়। আতঙ্কে দর্শকরা দিগ্বিদিক ছুটতে থাকেন। এ সময় রমেন একটি খাবারের ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান।...