নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ছয় মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। দায়িত্বগ্রহণের পর বিবিসি নেপালিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ অভিপ্রায় প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেদিন আমি ক্ষমতা হস্তান্তর করবো, সেদিন থেকেই আমি মুক্ত। আমি চাই আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ হোক।’ আগামী ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ সামনে রেখে কী কী চ্যালেঞ্জ রয়েছে- এমন প্রশ্নের জবাবে কারকি জানান, নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করা হবে এবং ভোটার তালিকা হালনাগাদই হবে প্রধান কাজ। তিনি বলেন, ‘দিনরাত পরিশ্রম করলে ছয় মাসেই এই কাজ সম্ভব। প্রয়োজন হলে দিনে ১৮ ঘণ্টাও কাজ করবো।’ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কারকি জানান, আগের সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে।...