জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত। হারলে বিদায়। এমন সহজ সমীকরণের ম্যাচে এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ আরব আমিরাত। আইসিসির এই সহযোগী সদস্য দলের বিপক্ষে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান ক্রিকেট দল। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ১৯৯৬ সালের বিশ্বকাপয়জী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত ক্রিকেট দল। টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। ২.৪ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৯ রান জমা করতেই পাকিস্তান হারায় দুই ওপেনারের উইকেট। এরপর দলের হাল ধরেন ফখর জামান ও অধিনায়ক আগা সালমান। তৃতীয় উইকেটে তারা ৫১ বলে ৬১ রানের জুটি গড়েন। এরপর আর কোনো ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি। রীতিমতো আসা-যাওয়ার মিছিলে অংশ নেন তারা। জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত। হারলে বিদায়। এমন সহজ...