পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল এলাকায় মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ৩৫ নং ওয়ার্ড হাতিরঝিল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি হয়।নীরব বলেন, বিশেষ কিছু মহল থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সেজন্য তৎপরতা শুরু হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।তিনি বলেন, পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। বিএনপি মনে করে, নির্বাচন হতে হবে এমন একটি ব্যবস্থায়, যা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং যার প্রতি মানুষের বিশ্বাস আছে। (পিআর) পদ্ধতির মতো একপাক্ষিক...