আরিফুজ্জামান কোরবান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের ছাত্র সংসদে পদাধিকার বলে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ নিয়ে ডাকসু, জাকসুর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও আপত্তি ওঠেছে। দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনের একটি প্যানেলের ইশতেহারে ছাত্রসংসদে উপাচার্যের ‘নিরঙ্কুশ ক্ষমতার’ পরিবর্তে ‘ভারসাম্যের’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামের এই প্যানেল মনে করে, উপাচার্যকে ‘সিনেটের মাধ্যমে নির্বাচিত’ হয়ে আসতে হবে। ২৫ সেপ্টেম্বরের নির্বাচন ঘিরে এরই মধ্যে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল, স্বতন্ত্র প্যানেল, স্বতন্ত্র প্রার্থীরা প্রচার করছে বেশ জোরেশোরে। সবাই শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন নিজেদের ইশতেহার নিয়ে, শুনাচ্ছেন আশার কথা, কে কতটা শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চান সেই প্রতিশ্রুতির প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদের ২৩টিতে প্রচার চললেও দুটো পদে নেই কোনো প্রার্থী,...