উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবার রহমান। আজ বুধবার(১৭ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এর পক্ষে সহকারী পরিচালক আমিনুল ইসলাম মন্ডলের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদ্যাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে এই ঘোষণা দেয়া হয়। জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদ্যাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি’র সভাপতিত্বে প্রত্যেকটি জেলা থেকে আগত প্রধান শিক্ষকদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয়...