চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভ্যারিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।এর আগে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেলেন বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাসনূন। এমনকি সংগঠনটি নির্বাচনে অংশ নিবে না বলেও জানানো হয়েছিল। তবে নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে কেন্দ্রীয় নেতা খান তালাত মাহমুদ রাফির অংশগ্রহণ নিয়ে চাকসুর প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছিল আলোচনা-সমালোচনা। অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন রাফি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি লিখেছেন, ‘আমি রাজনীতিতে নতুন, বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি।...