ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উদযাপন করছেন তার ৭৫তম জন্মদিন। দিনটিকে ঘিরে শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন মোদিকে। তবে সবচেয়ে আকর্ষণীয় শুভেচ্ছা এসেছে দেশের বাইর থেকে। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জন্মদিনের বিশেষ উপহার পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। মেসি মোদিকে উপহার দিয়েছেন তার স্বাক্ষরকৃত ২০২২ বিশ্বকাপের জার্সি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মেসি স্বাক্ষরকৃত জার্সি পাঠিয়েছেন। ভবিষ্যতে ভারতে আসার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করানোরও চেষ্টা করা হবে। শুধু উপহারই নয়, মেসি জানিয়েছেন ভারতের ভক্তদের প্রতি তার শুভেচ্ছা। প্রথমবার ভারত সফরের সুযোগ পেয়ে তিনি...