সাতক্ষীরার দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ‘চাঁদার দাবি’কে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে একদল যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কার্যালয়ে হাজির হয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে অফিসে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন তারা।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় খাদ্যবান্ধব ডিলার ও সাধারণ মানুষ কার্যালয়ে ছুটে যান। উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা হলেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, নাহিদ ইসলাম, আবু হাসান এবং দেবহাটা উপজেলা কমিটির মীর আরিফ ও ইমরান হোসেন।অভিযুক্তদের একজন, নাজমুল হোসেন রনি দাবি করেছেন, তাঁর মামাতো ভাইয়ের দূরসম্পর্কের এক আত্মীয় ডিলারশিপ পেতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে ১৫ হাজার টাকা ঘুষ দেন। রনি আরও বলেন, তার...