আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার বিষয়টিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অতিআগ্রহ’ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল করে দেওয়ার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয় ফের গাড়ি কেনার জন্য কেন আগ্রহ দেখিয়েছে, তাও তদন্ত করা জরুরি বলছে সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ি কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে টিআইবির বলেছে, “এ ধরনের কেনাকাটায় অতিআগ্রহের কারণ অনুসন্ধানও জরুরি।” আগামী নির্বাচিত সরকারের জন্য গাড়ি কেনার প্রস্তাব সমালোচনার মুখে প্রথম দফায় নাকচ করে অর্থ মন্ত্রণালয়। আগের থেকে তুলনামূলক বেশি দামে গাড়ি কেনার প্রস্তাব উত্থাপনকে বিগত ‘কর্তৃত্ববাদী’ সরকার আমলের মতোই এক শ্রেণির আমলাদের পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি অতিউৎসাহী ‘তোষামোদী’ আচরণের ‘পুনরাবৃত্তি’ বলেও মন্তব্য করেছে টিআইবি। এ মাসের প্রথম সপ্তাহে দৈনিক সমকাল ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনা হচ্ছে’ শিরোনামে...